Khoborerchokh logo

গাজীপুরে মাদক,সন্ত্রাস ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশও সি সি ক্যামেরা উদ্ভোধন ! 257 0

Khoborerchokh logo

গাজীপুরে মাদক,সন্ত্রাস ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশও সি সি ক্যামেরা উদ্ভোধন !

শেখ রাজীব হাসান,গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে মরকুন টিএন্ডটি বাজার ও নতুন বাজার এলাকার সি সি ক্যামেরা উদ্ভোধনি অনুষ্ঠান আজ শুক্রবার বিকেল ৩ঘটিকার সময় টি এন্ড টি কোলনী মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মরকুন টিএনটি বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ সাদেক আলীর সভাপতিত্ব,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফ উল ইসলামের (পিপিএম) সঞ্চালনা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব লুৎফুল কবীর, 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মামুনুর রশিদ,কাজী মোজাম্মেল হক (সাবেক এমপি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল),মোঃ আসাদুর রহমান কিরন (সাবেক ভারপ্রাপ্ত মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন ও সহ- সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ),মোঃ মতিউর রহমান মতি ( যুগ্ম সাধারণ সম্পাদক,গাজীপুর মহানগর আওয়ামীলীগ কাজী ইলিয়াস (সাংগঠনিক সম্পাদক,গাজীপুর মহানগর আওয়ামীলীগ),বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক (সভাপতি,টঙ্গী থানা আওয়ামীলীগ),মোঃ রজব আলী ( সাধারণ সম্পাদক, টঙ্গী থানা আওয়ামীলীগ),মোঃ হেলাল উদ্দিন হেলাল (সাবেক কাউন্সিলর,৪৭ নং ওয়ার্ড ও সভাপতি গাজীপুর মহানগর কৃষকলীগ), মাজহারুল ইসলাম দীপু ( ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর, গাজীপুর সিটি কর্পোরেশন)

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,একেএম পলাশ জলিল (যুগ্ম সাধারণ সম্পাদক,শহীদ আহসান উল্লাহ মাষ্টার ইসলামী গ্রন্থাগার), কাজী মনজুর (সভাপতি, টঙ্গী সরকারি বিশব্বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ),শাখাওয়াত হোসেন সুজন (সভাপতি ৪৭ নং ওয়াড ছাত্রলীগ),নুর নবী আনসারি নবীন (সভাপতি,৪৪ নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক ও মরকুন টি এন্ড টি বাজার ব্যাবসায়ী কল্যাণ পরিষদ),মোঃ আসাদ শিকদার, নিরব,হাজী ইসমাইল হোসেন (সভাপতি, নতুন বাজার ব্যাবসায়ী পরিচালনা পরিষদ),শহীদুল ইসলাম রতন ( সাধারণ সম্পাদক,মরকুন টি এন্ড টি বাজার ব্যাবসায়ী কল্যাণ পরিষদ),মোঃ মিজানুর রহমান ( সাধারণ সম্পাদক,নতুন বাজার ব্যাবসায়ী পরিচালনা পরিষদ)সহ বিভিন্ন সংগঠনের নেতা,স্থানীয় বাজারের ব্যাবসায়ী ও সাংবাদিকগণ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com